রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: রংপুরের পীরগঞ্জে টুকুরিয়া কয়লাপাড়া জামে মসজিদের ৩তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সোমবার দুপুরে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে টুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আয়েজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বর্তমান পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য আলহাজ্ব খলিলুর রহমান মন্ডল খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন। টুকুরিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শাহিন, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অব: উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফাতাউজ্জামান, উপজেলা হিসাবরক্ষণ অফিসার মনজু মিয়া প্রমুখ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করে হাফেজ মাও: রফিকুল ইসলাম।