শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: পীরগঞ্জে গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্য হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার সদর ইউপির কলাবাগান নামক স্থানে দু’প্রতিবেশী গ্রাম- বারাইপাড়া বনাম গোবর্দ্ধানপুর গ্রামের মধ্যে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় বারাইপাড়া ও গোবর্দ্ধানপুর গ্রামের যুবসমাজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই খেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট ক্রীড়া প্রেমিক, সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম রুবেল । উক্ত খেলার উদ্বোধন করেন পীরগঞ্জ ৯নং ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম ময়না মাস্টার। এতে হাজী বয়েন উদ্দীন পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাজাদা প্রধানের সভাপতিত্বে আমিনুল ইসলাম রাজু মাস্টার, সাংবাদিক সৈয়দ রায়হান বিপ্লব, ইউপি সদস্য শফিকুল ইসলাম শফিক, মোস্তাফিজুর রহমান রুবেল এতে অতিথি ছিলেন। খেলায় গোবর্দ্ধানপুর গ্রাম একাদশ ৩৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও বারাইপাড়া একাদশ ২৮ পয়েন্ট পয়ে রানার্সআপ হয়। শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে লাল রঙের ও রানার্সআপ দলকে কালা রঙেও খাসি পুরস্কার দেয়া হয়।