মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রংপুরের পীরগঞ্জে গত বৃহস্পতিবার উপজেলা কৃষকলীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মেরাজুলের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের নির্বাহী সদস্য কৃষিবিদ লুৎফল বারী, জেলা কৃষকলীগের সভাপতি প্রাণকৃষ্ণ গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুখু। উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি হায়বাতুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাখু খান কৃষকলীগ নেতা মহির উদ্দিন, মন্টু মিয়া প্রমুখ । এদিকে উপজেলা নেতৃবৃন্দ রংপুর জেলা আ’লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সহ-সভাপতি আলহাজ এ.কে.এম.ছায়াদত হোসেন বকুল, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সন্মানিত সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা ও সাধারণ সম্পাদক আবু ছালেহ মোঃ তাজিমুল ইসলাম শামীম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে উক্ত প্রতিবাদ সভায় সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শাহীন ও ৭নং আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান ফুলের নৌকা দিয়ে বাংলাদেশ কৃষকলীগে যোগদান করেন।