শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: রংপুরের পীরগঞ্জে জাতীয় ছাত্র সমাজের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ ডাক বাংলো জেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আসাদুজ্জামান মন্ডল সবুজের সভাপতিত্বে ও সদস্য সচিব ফেরদৌস সরকার ফিরোজের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, বিভাগীয় জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব আরিফ আলী, জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব এস.আর সৈকত, যুগ্ম আহবায়ক সোবহান মজিব বিদ্যুৎ, মহিন সরকার, শামিউল ইসলাম শুভ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম মিলন, শামিম সিদ্দিকী, উপজেলা জাতীয় পার্টির একাংশের ভারপ্রাপ্ত সভাপতি আবেদ আলী প্রধান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জাতীয় যুব সংহতির সভাপতি শফিকুল ইসলাম শফিকসহ আরও অনেকে। রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলন চলছে।