শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার কৃষি কর্মকর্তা হলরুমে অনুষ্ঠিত কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২০-২১ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এতে উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়ের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার সাদেকুজ্জামান সরকারের সঞ্চালনায় জাতীয় সংসদের স্পীকার ও পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে বীজ ও সার বিতরণের বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান, ও সাবেক এমপি আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল। অন্যান্যদের মধ্যে উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড: আজিজুর রহমান রাঙ্গা, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ১০ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হবে বলে কৃষি কর্মকর্তা জানান।