বুধবার, ২১ মে ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামে ৮০ বছরের উর্ধে দু’ কৃষকের প্রায় দু’একর জমির আমন ধান পুর্ব শত্রুতার বশত: ঘাষমারা ঔষধ ছিটিয়ে বিনষ্ট করার বিষয়ে গত বৃহস্পতিবার থানায় অভিযোগ করা হয়েছে বলে জানাগেছে। অভিযোগে জানা যায়, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের বর্নিত গ্রামের মৃত- আকবর আলী মন্ডলের পুত্র আজিজার রহমান (৮৫) ও বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন (৮০) নামের দু’কৃষক বর্নিত গ্রামের সাবেক ২৭০ ও হাল ৩৯০ খতিয়ানের ০৬, ৬৮ ও ৭১ নং পৃথক ৩টি দাগে প্রায় ২ একর জমিতে আমন ধান চাষ করেন কৃষক ওই দু’ভাই । তাঁরা (দু’ভাই) বলেন, ধানের ক্ষেতগুলো হয়েছিল বেশ ভাল। পুর্ব শত্রæতা বশত প্রতিপক্ষ গোলজার হোসেন ও তার লোকজনরা ৩ থেকে ৪ দিনের মধ্যে কোন একরাতে উল্লেখিত আমন ধানের জমিতে ঘাষমারা ঔষধ ছিটিয়ে দেয়। ফলে ২/৩ দিনের মধ্যে ধানের গাছগুলো সম্পুর্ন রুপে বিনষ্ট হওয়ায় তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার আজিজার রহমান বাদী হয়ে পীরগঞ্জ থানায় প্রতিপক্ষ গোলজার হোসেন ও তার লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। অপরদিকে গোলজার হোসেন বলেন,আমার বা আমার লোকজনের বিরুদ্ধে সম্পুর্নরুপে অসত্য অভিযোগ করা হয়েছে যার কোন ভিত্তি নেই । এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে আজিজার রহমান ও গোলজার হোসেনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে । কৃষক দু’ভাই তাদের আমন ধানের ক্ষেত বিনষ্টকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তীর দাবী জানিয়েছেন ।