শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
সৈয়দ রায়হান বিপ্লব: রংপুরের পীরগঞ্জে কৃষকলীগের আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকালে উপজেলা কৃষকলীগের আয়োজনে সারা দেশে সরকারি জেলা উপজেলা পর্যায়ে ধান চাল ক্রয় কমিটিতে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষকলীগের সভাপতি আঃ রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মেরাজুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা, কৃষকলীগের সহ-সহভাপতি হাসান আলী প্রধান, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান শাহিন প্রমুখ। শেষে কৃষকলীগ কর্মীদের মাঝে ধান বীজ বিতরণ করা হয়।