বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
আব্দুল করিম সরকার: পুলিশ হচ্ছে একটি দেশের দ্বারা মতাপ্রাপ্ত আইন কার্যকর, সম্পত্তি রা, সামাজিক অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা রাকারী বাহিনী। তাদের মতা বল বৈধতা ব্যবহারের অন্তর্ভুক্ত। একটি দেশ যে একটি নির্ধারিত দায়িত্ব আইনগত বা স্থানীয় এলাকার মধ্যে যে দেশ মতা পুলিশ অনুশীলন করায় অনুমোদিত হয় পুলিশ পরিসেবার সাথে সংযুক্ত করা হয়। বাংলাদেশের মানুষের পুলিশ সম্পর্কে একটা ধারনা আছে, সেটা হলো- পুলিশের কাছে গেলেই টাকা লাগে, ঘুষ লাগে। এই কারণে তারা সেই ভরসার জায়গাটা পান না। তাদের এই ধারনাকে সম্পূর্ণ মিথ্যে প্রামাণিত করেছেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র। তিনি দেখাতে দেখিয়েছেন যে, পুলিশ জনগণের শত্রু নয়, ত্রাস নয়। পুলিশ হচ্ছে জনগণের সেবক। বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকলসহ অনেক দায়িত্ব পালন করে৷ গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কাজও৷ এই সকল দায়িত্বগুলো কাঁধে নিয়ে জীবনকে চরম ঝুঁকির মধ্যে রেখেও অন্ধকারালয় থেকে একটি পুলিশ স্টেশনকে, একটি থানাকে কিভাবে আলোয় নিয়ে আসতে হয় তাও দেখিয়েছেন। থানা যে শুদ্ধতার স্থান, পুলিশ যে জনগণের বন্ধু, সংস্কারক এটাই প্রমাণিত হয়েছে ওসি সরেস চন্দ্র, কর্মদক্ষতা, আন্তরিকতা, ভালোবাসা, সু-মিষ্ট ব্যবহার বিভিন্ন পুলিশি কর্মকান্ডের মাধ্যমে। কর্মস্থলে যোগদান করেই পীরগঞ্জ উপজেলা মানুষের নিকট একজন মানবতাবাদী পুলিশ অফিসার হিসেবে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। পীরগঞ্জ থানায় যোগদানের পর থেকে থানা এলাকার ছিঁচকে চোর, মাদক ব্যবসায়ী, টাউট-বাটপার ও দালালদের দৌরাত্ম অনেকটা বন্ধ হয়েছে গেছে। পীরগঞ্জবাসীকে এখন পুলিশী সেবা পেতে দূর্ভোগ পোহাতে হয় না। ধনী-গরীব সবার জন্য ওসির দরজা সব সময় উন্মোক্ত করেছেন তিনি। পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র দায়িত্ব গ্রহণ করার পর থেকে ঘুষ, দূর্নীতিমুক্ত, দালালদের উৎপাত বন্ধ যেমন বন্ধ হয়েছে তেমনি মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রনে তথা কর্তব্যনিষ্ঠা, সততা, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখকে নজরদারী বৃদ্ধি, প্রতিটি ইউনিয়নে একজন করে অফিসার নিয়োগ, বিশ্ব রোড ও গুরুত্বপূর্ণ স্থানে টহলবৃদ্ধি, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি ও অভাবী মানুষকে সহায়তা প্রদান ছোট-খাট অভিযোগ সমুহ শালিসের মাধ্যমে নিষ্পত্তি, দীর্ঘদিনের কুলুলেস মামলার রহস্য উদঘাটন, রাস্তায় ছিনতাই বন্ধে কমিউনিটি পুলিশিং জোরদার, শতভাগ জুয়া মুক্ত উপজেলা এবং সরকার বিরোধী কর্মকান্ড শক্তহাতে প্রতিরোধ করে নন-স্টপ (বিরামহীন) সেবা দিয়ে আসছেন পীরগঞ্জের একজন মানবতাবাদী পুলিশ অফিসার। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে তার যে এই কর্তব্য, তা আরও বেগবান করার জন্য তাকে স্যারের নিদের্শক্রমে থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও উৎসাহ জুগিয়েছেন রংপুরের সুযোগ্য পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। পীরগঞ্জ থানার গত ৩০ দিনে গুরুত্বপূর্ণ কর্মকান্ড পাঠকদের মধ্যে তুলে ধরা হল সরকারী বিরোধী আন্দোলনের কৌশল আত্মঘাতমূলক সমাবেশ হওয়ার অপরাধে ৩ জনকে গ্রেফতার ও তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ১৫/১৬ জনকে আসামী করে মামলা দায়ের ৭টি মাদক মামলায় ৯ জন ব্যবসায়ীকে গ্রেফতার সহ ৪৫০ পিচ প্যাথডিন ইনজেকশন উদ্ধার ২১২ পিচ ইয়াবা ট্যাবলেট ১৩ বোতল ফেন্সিন্ডিল ৩৬৫ গ্রাম শুকনা গাজাসহ অর্ধশত লিটার দেশি চোলাই মদ উদ্ধার। গত ৮ এপ্রিল পীরগঞ্জ বাস স্ট্যান্ডে দিন-দুপুরে ছুরিকাঘাত করে হত্যা মামলার আসামী গ্রেফতার ও তার স্বীকারোক্তিমুলক জবানবন্দি অনুযায়ী হত্যা কাজে ব্যবহৃত ছুরি রক্তমাখা জামা উদ্ধার। পৌরসভার ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি মামলার ৫ জন ডাকাত গ্রেফতার, ১ নং ওয়ার্ডের তুলারাম মজিদপুর গ্রামে দস্যুতা মামলার ২জন আসামী গ্রেফতার, জেসমিন আক্তার নামে এক কিশোরীকে অপহরণ ও তাকে উদ্ধার করে আসামীকে গ্রেফতার, ৩টি ধর্ষন মামলার এজাহার নামীয় ৫জন আসামীকে গ্রেফতার, বিভিন্ন চুরি মামলার ১৬ জন চোর ও চুরি হয়ে যাওয়া মোটর সাইকেল অন্য উপজেলা থেকে উদ্ধার এবং অপরাধ সংগঠনের দায়ে একটি কার্ভাট ভ্যান আটক। জিআর সাজাপ্রাপ্ত ১জন আসামীকে গ্রেফতার, সিআর ও জিআর মামলা মুলে ৩৫ জন আসামীকে গ্রেফতার এবং ঢাকা সাভার থেকে অটো ভ্যান চুরি করে পীরগঞ্জে আনার দায়ে চুরি যাওয়া অটো উদ্ধার ও ২ চোরকে গ্রেফতার। এছাড়াও জিডি মূলে দেড় বছর প‚র্বে হারিয়ে যাওয়া এন্ড্রয়েট ফোন উদ্ধার ছাড়াও ছোট ছোট অভিযোগ সম‚হ মামলা না করে সালিশের মাধ্যমে নিষ্পত্তি করে প্রশংসিত হয়েছেন উপজেলা সর্বমহলে। পীরগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোর সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে ওসি সরেস চন্দ্র বলেন, “মানুষের সেবা ও আইন-শৃঙ্খলা করা আমার দায়িত্ব। ওসি হিসেবে যতদিন কর্মরত আছি, ততদিন আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরলস ভাবে আমার দায়িত্ব পালন করবো। যাতে করে মানুষ শান্তিতে ঘুমাতে ও স্বস্থিতে থাকতে পারে। তিনি বলেন, “আমি মানবতা ও মানবিক দৃষ্টিকোণ দিয়ে সকল সমস্যা সমাধানের লক্ষ্যে মানুষের কল্যাণে কাজ করতে চাই। কেউ যদি কোথাও সন্ত্রাসী, মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই করে আর সে ঘটনা যদি পুলিশকে জানানো হয় তাহলে তথ্য দাতার পরিচয় গোপন রেখে তাৎণিক ঘটনাস্থলে গিয়ে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। পীরগঞ্জ থানার ওসি আরো বলেন- “অপরাধ দমনের পাশাপাশি উপজেলাকে মাদক মুক্ত করার প্রত্যয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মাদকের সাথে জড়িতদের সমাজ থেকে নির্মুল করা হবে। মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স করার প্রত্যয়ে “মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ছাড় পাবে না নাশকতাকারীরাও। জঙ্গি, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যহত থাকবে। বাংলাদেশ পুলিশের পোশাক পরিহিত কারো সাথে কেউ যদি ব্যবহার খারাপ করে সে যত বড় হউক না কেন উচিৎ জবাবসহ আমার অধিনস্থ কোন অফিসার বা সদস্য কোন অপকর্ম করছে বলে প্রমানিত হলে আমাকে জানালে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নিব। উল্লেখ্য, বিগত ৯ অক্টোবর/২০১৮ইং তারিখে পীরগঞ্জ থানায় যোগদান করেছি, ইতিমধ্যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী লিখিত দিয়ে মাদক ব্যবসা ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছে, পূর্বের যে কোন সময়য়ের চেয়ে পীরগঞ্জে অপরাধ প্রবণতা কমে গেছে, এটা আমাদের সাফল্যই ।“পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার, পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরীর নির্দেশনায় পীরগঞ্জ থানাকে নতুন আঙ্গিকে সাজাতে সেবা দিতে বদ্ধ পরিকর। পীরগঞ্জের ১৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভাসহ পুলিশিং সেবা মানুষের ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।