রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
আব্দুল করিম সরকার: তিনি একজন স্টেশন অফিসার, সফল সৈনিক, দেশমাতৃকায় নিবেদিত প্রাণ, অগ্নিখেলার প্রবাদ পুরুষ। একবিংশ শতাব্দীর সাহসী অগ্নি সৈনিক। তার জন্ম ০২/০১/১৯৮৭খ্রি:। তার নাম: শাহরিয়ার রহমান, পিতা: মতিয়ার রহমান। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের কানঞ্চগাড়ী গ্রামে তার বাড়ী। পরিবার বলতে বাবা-মা সহ ৩ ভাই ও ৩ বোনের সাজানো সংসার। তিনি ২০০২ সালে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৫ সালে শাহ আব্দুর রউফ কলেজ থেকে এইচএসসি এবং ২০০৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ অর্থনীতি বিভাগ থেকে বিএসএস ও ২০১০ এমএসএস ডিগ্রি লাভ করেন। এরপর মেধার বলেই ২০১৬ সালে ২৪ আগষ্ট “বাংলাদশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স” স্টেশন অফিসার হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি সহকারী পরিচালকের দপ্তর (এল আর শাখা) ঢাকায় এ অবস্থান করছেন।
এরপর শুরু হয় তার মানবসেবার জীবন। জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন বাংলাদেশের জন্য, বাংলার মানুষের জন্য। পীরগঞ্জ এলাকাবাসীর পে তিনি বয়ে এনেছেন এক অভাবনীয় সাফল্যের উপহার। সারাদেশের ৪৪ জনের মধ্যে ১০ জন পেয়েছেনে “বাংলাদশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক” যার মধ্যে তিনিও একজন।
অগ্নি পুরুষ শাহরিয়ারের এহেন সাহসিকতা ও নিজ জীবনের ঝুঁকি নিয়ে সেবামূলক কর্তব্য পালনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দীন রোড, ঢাকা স্মারক নং-৫৮.০৩.০০০০.০২৬.২৩.০০৩.১৯-১৬১ তারিখঃ ২১/১১/২০২০ খ্রিঃ বিষয়ক ২১ নভেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সপ্তাহ-২০২০ এর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয় পদকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়রে সুরক্ষা বিভাগের সচিব শহিদুজ্জামান। ধন্যবাদ জ্ঞাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরচিালক বিগ্রেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন। অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে বীরত্বর্পূণ প্রদর্শনে স্বীকৃতি হিসেবে ৪৪ জনসহ রাষ্ট্রীয় পদক পান। এই ৪৪ জনের মধ্যে ১০ জন পেয়েছেনে “বাংলাদশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক” ১৫ জন পেয়েছেন, বাংলাদশে ফায়ার সার্ভিস ডিফেন্স (সেবা) পদক ১০জন (নতুন)।