মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
সৈয়দ রায়হান বিপ্লব: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকার বিশেষ অনুদান দিয়েছেন। করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ৬৪ জেলার ৮ হাজার ৪৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষকের প্রত্যেককে ৫ হাজার টাকা হারে ২০১৯-২০২০ অর্থবছরে প্রধানমন্ত্রী তার ‘বিশেষ অনুদান’ খাত থেকে ৬৪ জন জেলা প্রশাসকের অনুকূলে এই বরাদ্দ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় পীরগঞ্জ বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (কৃষি) ও পীরগঞ্জের উদীয়মান তরুণ সাংবাদিক দৈনিক আলোর সংবাদ ডটকম এর প্রকাশক ও সম্পাদক আব্দুল করিম সরকারকে আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী প্রণোদনা চেক গ্রহণ করেন তিনি। পীরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অনুদানের চেক প্রদান করা হয়েছে।