সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
আলোর সংবাদ ডেক্স: রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে আরও ৩ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এরা হলেন, পঞ্চগড়ের শ্যামালেন্দু সাহা (৭০), রংপুর নগরীর মাহফুজা খানম (৫৭) ও সিরাজুল ইসলাম।
রংপুর জেলা করোনা কো-অর্ডিনেটর ডাঃ শাইখুল ইসলাম সুজা জানান, রংপুর নগরীর বাসিন্দা সিরাজুল ইসলাম গত ১২ সেপ্টেম্বর, মাহফুজা খানম ৯ সেপ্টেম্বর ও শ্যামলেন্দু সাহা ১৭ সেপ্টেম্বর রংপুর ডেডিকেডেট করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে শ্যামলেন্দু সাহা সোমবার (২১ সেপ্টেম্বর), সিরাজুল ইসলাম ২০ সেপ্টেম্বর ও মাহফুজা খানম ১৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা প্রত্যেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভূগছিলেন।
এদিকে সোমবার রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১২ জন, গাইবান্ধার ৬ জন, কুড়িগ্রামের ৩ জন ও লালমনিরহাটের ২ জন রয়েছে।
রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক (৫০), চিকিৎসাধীন রংপুর সদরের এক বৃদ্ধ (৬৪), লালমনিরহাটের এক বৃদ্ধ (৬০), রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের এক নারী (৩০), এক সিনিয়র স্টাফ নার্স (২৪), নগরীর বাবুখাঁর এক পুরুষ (৩৫), শাপলা আদর্শস্কুলের এক নারী (৫০), মিঠাপুকুর লতিবপুরের এক নারী (৫৪), কুতুবপুরের এক পুরুষ (৩৬), হারাগাছ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন ধুমের কুঠির এক নারী (৩৩), পীরগঞ্জের এক যুবক (২৯), পীরগাছা পূর্বদেবুর এক পুরুষ (৪০), এক বৃদ্ধা (৬০)।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন, গাইবান্ধা পলাশপাড়ার এক নারী (৪২), ব্রীজ রোডের এক পুরুষ (৫৫), কলেজ হোস্টেল রোডের এক নারী (৪৩), কলেজপাড়ার এক নারী (২৭), বল্লমঝাড়ের এক কিশোরী (১৫), এক শিশু (৫)।
কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তরা হলেন, রাজিবপুর বাড়িডাঙ্গীর এক নারী (৩১), উলিপুর রামপ্রসাদের এক পুরুষ (৫২), নাগেশ্বরী বলদিটারীর এক নারী (৫৪)।
লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তরা হলেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন পুরাতন বাজারের এক নারী (৪৫)।
রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু এ তথ্য নিশ্চিত করেছেন। রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ২ হাজার ৭৫১ জন। সুস্থ্য হয়েছেন ২ হাজার ৩৬১ জন ও মারা গেছেন ৪৯ জন।