আব্দুল করিম সরকার : পুলিশের প্রতি কিছু সাধারন মানুষের একটা নেতিবাচক ধারনা আছে। বিশেষ করে তিনি যদি হন পুলিশ কর্মকর্তা। তার প্রতি মানুষের অভিযোগটাই আলাদা। এবারে সেই ধারণাকে মিথ্যে প্রমাণিত করে দিলেন পুলিশ সুপার এবং পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র সুদূর সাভার থেকে চুরি যাওয়া একটি অটো খুঁজে বের করে যথাযথ মালিকের কাছে হস্তান্তর করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। গোপালগঞ্জের কাশিয়ানি থানার, ঘোনাপাড়া রাতৈল গ্রামের মোঃ সিরাজুল ইসলাম ওরফে ছিরু মোল্লার ছেলে শারীরিক প্রতিবন্ধি প্রিন্স মোল্লা; তার একটি অটো ঢাকার সাভারে পীরগঞ্জ থানার একটি ছেলেকে ভাড়ায় চালাতে দিয়েছিল। কিন্তু লোভ সামলাতে না পেরে সবার অজান্তে সুযোগ বুঝে অটোটি প্রতারণা করে পীরগঞ্জে নিয়ে আসে প্রতারক সেই অটো চালক। অবশেষে অনেক খোঁজা-খুঁজির পর আটোটির সন্ধান না পেয়ে প্রিন্স সাভার থানায় একটা জিডি করেন। উল্লেখ্য, এই অটোটির উপর নির্ভর করেই তার ৪ সদস্যের সংসার চলতো। বিষয়টি পীরগঞ্জ থানা পুলিশ জানতে পারলে অনেক অনুসন্ধানের পর রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার এর নেতৃত্বে সিরাজুলের অটোটি ঊদ্ধার করে তাকে হস্তান্তর করেন। পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান-‘প্রতিবন্ধীর অটোটি আমাদের পীরগঞ্জের চতরা এলাকার এক ছেলে চুরি করে নিয়ে এসেছিলো। আমরা কল্পনাও করিনি অটোটি ফিরে পাব। আমি তার ঘটনা শুনে আইনের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ মানবিক কারনে অনেক চেষ্টা করে তার অটোটা ঊদ্ধার করে দিয়েছি মাত্র। আমি যখন তাকে তাকে অটোটি হস্তান্তর করলাম, তখন কান্নায় ভেঙ্গে পড়েছিল প্রিন্স নামের ঐ ছেলেটি। আসুন, আমরা সকলে মানবিক হই। রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যার এর নেতৃত্বে পীরগঞ্জ থানা পুলিশ সব সময় মানবিক ও মানবতার পাশে দাঁড়াই।‘