মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: রংপুরের পীরগঞ্জে এক সন্তানের জননীকে ধর্ষনের চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ঘটনাটি রায়পুর ইউনিয়নের কানঞ্চগাড়ী গ্রামে ঘটেছে। লিখিত অভিযোগে জানা গেছে কানঞ্চগাড়ী গ্রামের আব্দুস সালামের কন্যা মুক্তা খাতুনের সাথে প্রায় ৫ বছর পূর্বে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার দোহাজারী গ্রামের মফিজ উদ্দিনের পুত্র এনামুল হক এর সাথে বিবাহ হয়। বিয়ের পর একটি ছেলে সন্তানের জন্ম হয়।
কিন্তু ঘর সংসার করা অবস্থায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক দ্ব›দ্ব-কলহ লেগেই থাকতো। এ কারণে মুক্তা বেগম স্বামী সংসার রাজী নয় মর্মে স্বামীকে তালাক দেয়। তালাক দেওয়ার পর সন্তানসহ তার বাবার বাড়ীতে অবস্থান করতে থাকে। এক পর্যায়ে একই গ্রামের রফিকুল ইসলামের কলেজ পড়ুয়া ছাত্র ফাইজুর রহমান গোপনে তার ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করে পথে ঘাটে প্রেম ভালোবাসাসহ কু-প্রস্তাব দিয়ে বিভিন্ন সময় উত্যক্ত করতো। এদিকে ফাইজুরের সে প্রস্তাবে মুক্তা রাজি না হওয়ায় মুক্তাকে হুমকি দিতো। এরই এক পর্যায়ে গত ১ আগষ্ট রাত ৩ টার দিকে মুক্তা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার উদ্দেশ্যে ঘরের বাহিরে গেলে পুর্ব পরিকল্পনা অনুযায়ী দুস্কৃতিকারীরা এই সুযোগে তার শোবার ঘরে ওৎ পেতে বসে থাকে এবং মুক্তা ঘরে প্রবেশ করা মাত্রই ফাইজুর রহমান পেছন থেকে তার মুখ চেপে ধরে। ফাইজুরের অপর সঙ্গী কলেজ পড়ুয়া আলফাজুল ইসলাম রাতুল তার পড়নে থাকা কাপড় চোপড় ছিড়ে ফেলা সহ মুক্তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে মর্মে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ধস্তা-ধস্তির এক পর্যায়ে মুক্তা তার মুখ থেকে ফাইজুরের হাত সরিয়ে নিয়ে চিৎকার চেচামেচি শুরু করে। চিৎকারে পাশের ঘরে অবস্থান করা মুক্তার বাবা-মা এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় পীরগঞ্জ এস.আই আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা প্রস্তুতি চলছে বলে জানা গেছে।