মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
মোঃ জুয়েল ইসলাম
ভ্রাম্যমাণ প্রতিনিধি (রংপুর)ঃ
দিনাজপুর জেলার সর্ববৃহৎ ভারীশিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল যা বোচাগঞ্জ উপজেলায় অবস্থিত। আজ সেতাবগঞ্জ চিনিকল কর্তৃক আয়োজিত ২০২০-২০২১ আখ রোপন মৌসুমের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত থেকে আখ চাষীদের মাঝে প্রেরণামূলক বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ছন্দা পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আফসার আলী।সভায় সভাপতিত্ব করেন সেতাবগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ এস এম জাকির হোসেন। উল্লেখ্য যে এই ভারী প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে হাজারো শ্রমিক তাদের জীবিকা নির্বাহ করে। দিন দিন আখ উৎপাদনের পরিমান কমে যাওয়ায় এই প্রতিষ্ঠান আজ হুমকির সম্মুখীন হচ্ছে। তাই বক্তারা উপস্থিত সকলকে বেশি করে আখ লাগানোর জন্য উৎসাহিত প্রদান করেন। বোচাগঞ্জ উপজেলার ৩নং মুশিদহাট ইউনিয়নে উক্ত সভার আয়োজন করেন কৃষি বিভাগ, সেতাবগঞ্জ সুগার মিলস লিমিটেড।