মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
আলোর সংবাদ ডেক্স: পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রানী গুলোর কথা বলতে গেলে প্রথমেই নাম বাঘ , সিংহ, সাপ। অনেকের মনে হতে পারে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রানী হয়ত মানুষ। তবে ফিলোসফিকাল দৃষ্টিতে দেখতে গেলে অবশ্যই মানুষ, তবে স্ট্যাটিস্টিকালি না। স্ট্যাটিস্টিকালি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রানি হচ্ছে মশা।
২০১২ সালের United Nations Office on Drugs and Crime এর রিপোর্ট অনুযায়ী বছরে বিশ্বে প্রায় সাড়ে চার লাখ মানুষ খুন হয়। আর এক বছরে মশা বাহিত রোগে সাড়া বিশ্বে মারা যায় সাত লাখ পঁচিশ হাজার মানুষ । তথ্যসূত্র: ডব্লিউএইচও
মশা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রানী। প্রতিবছর আমাদের দেশে শত শত কোটি টাকা খরচ হয় এই মশা নিধন করতে। মশার হাত থেকে বাঁচতে প্রচলিত পদ্ধতিগুলো হল কয়েল, মশার স্প্রে, রিপেলেন্ট ক্রিম ব্যবহার। আর সরকারিভাবে নেয়া উদ্যোগগুলো হয় মশার আবাসস্থল ধ্বংস করা, জনসচেতনতা তৈরি। কিন্ত এসব কোন পদ্ধতিই তেমন একটা কার্যকর হয়ে উঠেনি।
বিজ্ঞানীরা অনেকদিন ধরেই একটা কার্যকর পদ্ধতি আবিষ্কারের চেষ্টায় ছিলেন যেটার মাধ্যমে মশার হাত থেকে রক্ষা পাওয়া যায়। দীর্ঘদিনের গবেষণায় তারা এমন একটা সাফল্যও পেয়েছে। সেটা হচ্ছে মশার জেনেটিকাল মডিফিকেশন। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। পুরুষ মশা কিন্ত কামড়ায় না, কেবল স্ত্রী মশাই কামড়ায়। কাজেই কোনভাবে যদি এই স্ত্রী মশা কমিয়ে ফেলা যায় তবে এই মশাবাহিত রোগ থেকে রক্ষা পাবে লাখ লাখ মানুষ।