শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
আলোর সংবাদ ডেক্স: রূপালি পর্দায় পা রাখার স্বপ্ন নিয়ে ছয় বছর আগে শোবিজে পা রাখেন বাংলাদেশের চাঁদপুরের মেয়ে শান্তা পাল। র্যাম্প মডেলিংয়ের পাশাপাশি এরই মধ্যে কাজ করেছেন নাটকেও। সম্প্রতি নাম লিখিয়েছেন তেলেগু একটি ছবিতেও। কাজের সুবাদে বাংলাদেশ-ভারতের বেশ ক’জন নির্মাতার সঙ্গে পরিচয় হয়েছে তার। ছবিতে কাজ দেওয়ার বিনিময়ে এই অভিনেত্রীকে এবার আপত্তিকর প্রস্তাব দিয়েছে টলিউডের পরিচালক রাজীব কুমার বিশ্বাস। এমনটাই জানিয়েছেন শান্তা পাল।
তিনি জানান, ফেসবুকের মাধ্যমে রাজিব কুমার বিশ্বাসের সঙ্গে তার পরিচয়। পরিচয়ের এক পর্যায়ে রাজিব জানান, তিনি টলিউডের খ্যাতনামা একজন পরিচালক। ‘ডেমোক্রেসি’ নামের একটি ছবি বানাচ্ছেন রাজিব। আর সেখানে জনপ্রিয় নায়ক দেবের বিপরীতে তাকে অভিনয়ের সুযোগ দেওয়া হবে। তবে শর্ত তার সঙ্গে একরাত হোটেলে থাকতে হবে। চেয়েছেন কিছু খোলামেলা ছবিও।
শান্তা পাল বলেন, ‘রাজিবের সঙ্গে পরিচয় প্রায় দুই মাস হবে, শুধু হাই-হ্যালো। এরপর সে আমাকে জানায়, তিনি টলিউডের নামকরা একজন পরিচালক। এরপর সে আমাকে তার নতুন ছবির কথা বলে এবং এতে কাজ করার প্রস্তাব দেয়। এ পর্যন্ত সব কিছু ঠিক ছিল। কিন্তু যখন তার শর্তগুলো শুনলাম তখন তো আমি “থ”।’
তিনি আরও বলেন, ‘একজন পেশাদার পরিচালকের এমন নোংরা আচরণে ভীষণ অবাক হয়েছি। শুধু তাই নয়, তার প্রস্তাবে রাজি না হলে টলিউডের কোনো কাজ করার সুযোগও আমি পাবো না।’
‘এই ছবির জন্য নাকি প্রথমে বনিকে (বনি সেনগুপ্ত) কাস্ট করার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু আমার সঙ্গে দেবকে মানাবে ভেবে, দেবকে নিয়ে কাজটি করবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া নায়িকা হিসেবে প্রথমে মাহির (মাহিয়া মাহি) কথা ভেবেছিলেন। কিন্তু আমার সঙ্গে কথা বলার পর তিনি এই ছবিতে নায়িকা হিসেবে আমাকে নেবেন বলে জানিয়েছেন। কিন্তু শর্ত তার সঙ্গে হোটেলে থাকতে হবে, তারপর সাইনিং। কিন্তু আমি যখন রাজি হইনি আর সবাইকে বিষয়টি জানিয়ে দেব বলেছি, তখন তিনি আমাকে ফেসবুকে ব্লক করে দিয়েছেন’ বললেন এই অভিনেত্রী।
সবশেষে শান্তা বলেন, ‘রাজিব বিশ্বাস আমার সঙ্গে প্রতারণার ফাঁদ পেতেছিলেন। উনি দেবের কথা বলে আমাকে রাজি করাতে চেয়েছিলেন। বিষয়টি নিয়ে ওপার বাংলার কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। বিমান চলাচল শুরু হলে টলিউডে গিয়ে রাজিবের বিরুদ্ধে সংশ্লিষ্ট সংগঠনে লিখিত অভিযোগ দেব। যতদূর জেনেছি, এমন ঘটনা সে এর আগেও অনেক মেয়ের সঙ্গে ঘটিয়েছে। তার হুমকির কারণে কেউ মুখ খোলার সাহস পায়নি। কিন্তু আমি চুপ থাকার মেয়ে না। আমি বিষয়টি নিয়ে লড়ব।’