শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি আছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। শনিবার রাতে এই অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই বলিউপ্রেমীরা আছেন চিন্তায়। এরপর শোনা যায় অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত।
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্য। রোববার (১২ জুলাই) সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ আসে ঐশ্বরিয়া ও তার মেয়ের।
প্রথমবার ঐশ্বর্য ও আরাধ্যা করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেও। দ্বিতীয়বার টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। BMC পক্ষ থেকে এই ধরনের তথ্য জানানো হয়েছে। মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্যমন্ত্রীও একথা টুইট করে জানান। BMC-র বিশ্বাস মোটের কথায়, ‘অমিতাভ বচ্চন নিজের বাংলো ছেড়ে বের হননি। তবে অভিষেক ওয়েব সিরিজের ডাবিংয়ের জন্য বের হয়েছিলেন।’
এদিকে নানাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে, অমিতাভ বচ্চনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। ইতিমধ্যেই BMC-র তরফে অমিতাভের বাংলো ‘জলসা’ সিল করে দেওয়া হয়েছে। স্যানিটাইজড করা হয়েছে গোটা বাংলো।