বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: পীরগঞ্জ পৌরসভা আরাজী গঙ্গারামপুর স্পোটিং কাব এর আয়োজনে মিডিয়া পার্টনার দৈনিক আলোর সংবাদ ডটকমের সৌজন্যে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট ২০২১ এর শুভ উদ্ভোধন হয়েছে। শনিবার আরাজী গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্রের প্রতিনিধি পীরগঞ্জ থানার এসআই জিয়াউল হক জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌর কাউন্সিলর ও বণিক সমিতির সভাপতি সাইফুল আজাদ, মহিলা কাউন্সিলর শিউলী বেগম, বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ পৌর শাখার ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, পীরগঞ্জ থানার এসআই আব্দুল করিম, স্থানীয় অবসরপ্রাপ্ত অধ্য আলহাজ্ব আফজাল হোসেন সরকার, আব্দুল মতিন ফারাজী, আতাউর রহমান দুলা, এনামুল হক ফারাজী, সাংবাদিক লুৎফর রহমান মন্ডল, মোস্তফা মিয়া। উক্ত খেলায় তাহেপুর মজিলা একাদশ ০-১ গোলে এসএসসি ব্যাচ’২০১৮ বিজয়ী হন। উল্লেখ্য, ৮টি দল উক্ত খেলায় অংশ গ্রহণ করবেন।