বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ৫০ শয্যা বিশিষ্ট পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পেজে জনসচেতনতা বাড়াতে একটি পোস্ট দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় ‘পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর’ নামে পেজটিতে দেয়া পোস্টটি হুবহু নিম্নে দেয়া হলোঃ
সারাদেশের মতো পীরগঞ্জেও করোনা পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। এরপরেও জনগণের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব পরিলতি হচ্ছে।
মাস্ক পরিধান, হাটে বাজারে ভীড় পরিহার করা, একে অন্যের সাথে ব্যক্তিগত দূরত্ব বজায় রাখার ব্যাপারে আরও সচেতন হওয়া প্রয়োজন।
এছাড়া আরও যে বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন তা হচ্ছে করোনা আক্রান্ত ব্যক্তিদের অবশ্যই ১৪ দিন আইসোলেসন রা করা।
অন্যথায়, এই অবস্থা আরও শোচনীয় আকার ধারণ করবে নিঃসন্দেহে।
প্রতিদিনই বেশ কয়েকজন করোনা রোগী কোন রকম স্বাস্থ্যগত জরুরি কারণ ছাড়াই শুধু ফলো আপ স্যাম্পল বা ওষুধ পরিবর্তন বা পরিবারের অন্য কারো করোনা পরীক্ষা করানোর জন্য সাথে করে নিয়ে হাসপাতালে আসছেন। যা একেবারেই কাম্য নয়।
তাই করোনা আক্রান্ত ব্যক্তিদের উদ্দেশ্যে কয়েকটি উপদেশঃ
ক) কোন স্বাস্থ্যগত জরুরি কারণ ব্যতীত আপনারা অবশ্যই অবশ্যই ১৪ দিন আইসোলেসনে থাকবেন।
খ) পুষ্টিকর খাবার খাবেন।
গ) প্রনিং এক্সারসাইজ করবেন অর্থাৎ বিছানায় উপুর হয়ে, ডান কাত, বাম কাত হয়ে শোবেন।প্রত্যেকবার আধা ঘণ্টা করে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন বুলেট বলেন, যাদের বাসার আশেপাশে অথবা আত্মীস্বজনদের মধ্যে যারা করোনা আক্রান্ত ব্যক্তি রয়েছেন। তাদের এই কথাগুলো সহানুভূতির সাথে বারবার বুঝিয়ে বলুন।
করোনা আক্রান্ত ব্যক্তিদের, আপনাদের নিজেদের তথাপি দেশের সকলের মঙ্গলের জন্য। আল্লাহ আমাদের হেফাজত করুন।
উল্লেখ্য, গত সোমবারও পীরগঞ্জে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৬২১ জন করোনা পজেটিভ এবং মোট মৃত্যু হয়েছে ২১ জনের।