শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১২ জনের মৃত্যু হয়েছে। আর একদিনে করোনায় শনাক্ত হয়েছে ৮৩৩ জনের।
শুক্রবার (৯ জুলাই) রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম এ তথ্য জানিয়ে জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পঞ্চগড়ে এক জন, লালমনিরহাটে দুই জন, কুড়িগ্রামে দুই জন, ঠাকুরগাঁওয়ে পাঁচ জন ও দিনাজপুরে দুই জন রয়েছেন। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬২৪ জনে।
ডা. জাকিরুল আরও জানান, বিভাগে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষায় ৮৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত এক লাখ ৭২ হাজার ১৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩১ হাজার ৬৮৯ জনের। সুস্থ হয়েছে ২২ হাজার ৬০১ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। দিনাজপুরে আক্রান্তের সংখ্যা নয় হাজার ৯৯৭, রংপুরে সাত হাজার ৬৬, ঠাকুরগাঁওয়ে চার হাজার ৩৮৪ ও লালমনিরহাটে এক হাজার ৭৭২।