মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রংপুরের পীরগঞ্জে স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে সেনাবাহিনী কর্তৃক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের লালদীঘি বাজারের কৃষি সেবা কেন্দ্র ভবনে সেনাবাহিনী এই ক্যাম্পেইন পরিচালনা করে। এতে মেডিসিন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্ণেল সাইফুদ্দিন, শিশু রোগ বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোসাদ্দেকুল ইসলাম ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ক্যাপ্টেন মুশরাতা শাহরিন সরকার পর্যায়ক্রমে রোগীদের রোগ নির্নয়ন ও চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় তারা বিভিন্ন রোগে আক্রান্ত ৫’শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ সরবরাহ করেন। বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত বিধিনিষেধ বাস্তবায়নে ”ইন এইড সিভিল পাওযার” এর আওতায় রংপুর জেলার পীরগঞ্জ, পীরগাছা, মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায় ৬৬পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড গ্রুপের অর্ন্তগত ২৫ বীর (সার্পোট ব্যাটালিয়ন) তাদের-এ আভিযাত্রিক কার্যক্রম পরিচালনা করছে বলে জানানো হয়। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার পীরগঞ্জে সেনাবাহিনী এই ক্যাম্পেইন করে। পীরগঞ্জ উপজেলায় টহল ও আভিযানিক দলের প্রধান মেজর মানজুরুর রব হাদি জানান, করোনা ভাইরাসের সংক্রমনের ভয়াবহতা ও ঝুঁকির মাঝে সাধারণ জনগন প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা থেকে যেন বঞ্চিত না হয় সে লক্ষ্যে আমরা বিগত বছরের মতো এবারো অসহায়দের মাঝে ত্রাণ ও বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। নি¤œআয়সহ দুস্থ-অসহায় পরিবারগুলোর মাঝে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। ২৫ বীর (সার্পোট ব্যাটালিয়ন) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রাইহান আহমেদ বলেন- রংপুর এরিয়া কমান্ডার ৬৬পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম কামরুল হাসান এসডিসি, এইচডিএমসি, পিএসসি’র তত্বাবধানে সেনাবাহিনী পীরগঞ্জ, পীরগাছা, মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায় মানবিক ও জনস্বার্থ মূলক কার্যক্রম পরিচালনা করছে।