বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনূর্ধ্ব -১৭ এর শুভ উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে রবিবার পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এতে খেলার প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন পীরগঞ্জ আসনের এমপি ও স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। উক্ত খেলায় সভাপতিত্ব করেন উপজেলার ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন ভুঞা জনি, পীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন সর্দার, কোষাধ্যক্ষ আনিছার রহমান মন্ডল, পীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাইফুজ্জামান ফুলু, সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাষ্টার, মিঠিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদা, পীরগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদুল হাসান সোহেল। উক্ত খেলায় পীরগঞ্জ পৌরসভা ৪-০ গোলে ৯নং পীরগঞ্জ ইউপি হারিয়ে বিজয়ী হয়। উল্লেখ্য, পীরগঞ্জ পৌরসভাসহ ১৬টি দল অংশ গ্রহণ করবেন বলে ফুটবল একাডেমিক পরিচালক মাহমুদুল হাসান সোহেল জানান।