শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে রংপুরের পীরগঞ্জে সুজারকুটিতে শহীদ রাজ্জাক, রাজা স্মৃতি সংঘের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সুজারকুটি উ”চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ ছাত্তার মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আলহাজ্ব খলিলুর রহমান মন্ডল। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনআরা আলম রিনা, টুকুরিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর বিষয়ক সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক পীরগঞ্জ বাশিস সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, সুজারকুটি উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ভূপতি চন্দ্র শীল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, যুবলীগ নেতা খায়রুল মন্ডল পলাশ, সাবেক ইউপি সদস্য বাদশা মিয়া প্রমুখ। শেষে বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আলহাজ্ব খলিলুর রহমান মন্ডলকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়।