শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
আলোর সংবাদ ডেক্স: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২০ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৭ হাজার ৩৯৮ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৬৩ জন। এতে করে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৭ হাজার ২৬৫ জনে দাঁড়িয়েছে।
আজ ২৫ ডিসেম্বর, শুক্রবার বিকালে গণমাধ্যমের কাছে পাঠানো অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৬৩ জন শনাক্ত হয়েছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ১১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৮ হাজার ৮০৩ জন।
এদিকে ওয়ার্ল্ডওমিটার’র তথ্য মতে, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বের করোনায় মৃত্যুর সংখ্যা ১৭ লাখ ৪৯ হাজার ৪২৯ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছে ৭ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৫৮১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ কোটি ৬১ লাখ ২৮ হাজার ৯১১ জন।