বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে সড়কে জলাবদ্ধতা কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় পাল্টাপাল্টি মামলা ও অভিযোগ হয়েছে। মামলা ও অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার শানেরহাট ইউনিয়নের কাউয়াপুকুর বাজার হতে সুধার বাড়ী পর্যন্ত দীর্ঘদিন থেকে যাতায়াতের একমাত্র রাস্তাটি কাঁচা হওয়ায় চলতি বছরে উপজেলা পরিষদ থেকে হেয়ারিং বেনবন্ড (এইচবিবি) করণের জন্য টেন্ডারের আহবান করেন। টেন্ডারের মাধ্যমে গত ১৭ জুন তারিখে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি শুরু করে। গত বুধবার বর্ণিত রাস্তায় বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হলে রাস্তায় জমে থাকা পানি ছেড়ে দিলে লিটন ও তার বাবাকে একই গ্রামের মৃত: ভরসা মন্ডলের পুত্র এমদাদুল হক ওরফে এন্দা, রেভিন, রোমান, তৌফিকসহ ১০/১২ জন অজ্ঞাতনামা ভাড়াটিয়া গুন্ডাবাহিনী এলোপাতারী ভাবে লিটন ও বাবাকে মারপিট করে। এক পর্যায়ে তাদের আত্মচিৎকারে আশে পাশের লোকজন তাদেরকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অপর পক্ষের এমদাদুল হক মন্ডল ওরফে এন্দার পুত্র তৌফিকুল ইসলাম রনি (২৪) ও রোমান মন্ডল (২৮) আহত হয়। এদিকে বৃহস্পতিবার বিকালে আলাউল হক সুধা বাদী হয়ে ৬ জনকে আসামী করে পীরগঞ্জ থানায় একটি এজাহার দিয়েছেন। এ ব্যাপারে অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান, এন্দা মন্ডলের পক্ষে থানায় মামলা হয়েছে। তবে অপর পক্ষের অভিযোগের কপি এখনও হাতে পাইনি।