শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের স্পীকার ও পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন- বঙ্গবন্ধুর স্বপ্নের গড়া বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগকে শুধু ভালো কর্মী হলেই হবে না। তাদের হতে হবে দক্ষ, মেধাবী ও বিচক্ষণ। স্বাধীনতা অর্জনে ছাত্রলীগের গৌরব উজ্জল ভূমিকা রয়েছে। ছাত্রলীগ গঠনে কারো কোন তদবীর গ্রহণযোগ্য হবে না। প্রকৃত ছাত্ররাই ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত ছাত্রলীগের কর্মীসভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্রলীগের রংপুর জেলা শাখার সহসভাপতি নুরে আলম খুশির সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মীসভায় প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক- রাকিবুল হাসান কনক। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আজিজুর রহমান রাঙ্গা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র- এ.এস.এম তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক- শফিউর রহমান মন্ডল মিলন, কেন্দ্রীয় ছাত্রনেতা- সাদিদ জাহান সৈকত, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান- মোনায়েম সরকার মানু, সাবেক ছাত্রনেতা- ও উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরওয়ার জাহান, রমজান আলী, রাশেদুন্নবী রাশেদ, মিথুন সাহা প্রমুখ। কর্মীসভায় উপজেলা ছাত্রলীগের সকল ইউনিয়ন ও ইউনিট পর্যায়ের নেতাকর্মী, আওয়ামীলীগের ১৫টি ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।