শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রির্পোটার: রংপুরের পীরগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের কার্যালয়ের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার রাতে নাজমা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পিছনে অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা ছাত্র সমাজের আহবায়ক আসাদুজ্জামান মন্ডল সবুজের সভাপতিত্বে ও সদস্য সচিব ফিরোজ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাপা নেতা আবেদ আলী প্রধান, পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, রংপুর জেলা ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব ছালিউর রহমান সৈকত, ছাত্র সমাজ নেতা সোবহান, মজিদ। উপজেলা যুব সংহতি সভাপতি শফিকুল ইসলাম শফিক, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক হায়দার আলী প্রমুখ।