শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
আলোর সংবাদ ডেক্স: রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৩৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ২৬ জন, গাইবান্ধার ৫ জন, লালমনিরহাটের ২ জন ও জয়পুরহাটের ১ জন রয়েছে।
রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, রংপুর মেডিকের কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গাইবান্ধা পলাশবাড়ির এক নারী (২৮), পীরগঞ্জের এক পুরুষ (৩০), ডাঙ্গীপাড়ার এক বৃদ্ধ (৬২), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধ (৬০), জয়পুরহাটের এক বৃদ্ধা (৮০), মিঠাপুুকুরের এক বৃদ্ধা (৬০), পীরগাছা হালিম বাজারের এক বৃদ্ধ (৬৫), রংপুর ডক্টরস্ ক্লিনিকের এক চিকিৎসক (৬৩), চিকিৎসাধীন এক পুরুষ (৪১), শালবনের এক বৃদ্ধ (৭২), এক নারী (৫২), চন্দনপাটের এক যুবক (২০), রাধাবল্লভের এক নারী (২৬), কামাল কাছনার এক কিশোরী (১৭), কামারপাড়ার এক কিশোরী (১৩), আলমনগরের এক নারী (৩৪), সেন্ট্রাল রোডের এক নারী (৪০), গোমস্তপাড়ার এক নারী (২৬), গণেশপুরের এক নারী (৩৮), এক পুরুষ (৫৫), চেকপোস্টেও এক নারী (২৮), কাছনার এক নারী (৩৮), ডিসিএ’র এক নারী (৫৯), নিউ জুম্মাপাড়ার এক বৃদ্ধা (৭২), এক পুরুষ (৫৬), নিউ আর্দশপাড়ার এক নারী (৩৮), পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৩১), হারাগাছ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন বানুপাড়ার এক নারী।
লালমনিরহাট জেলায় নতুন আক্রান্তরা হলেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন পুলহাটের এক পুরুষ (৩০), কালিগঞ্জ তুষভান্ডারের এক শিশু (১২)।
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন, গাইবান্ধা সদরের এক যুবক (২৭), এক পুরুষ (৩১), মোল্লার চরের এক যুবক (২৮), লহ্মীপুরের এক পুরুষ (৫১)।
শুক্রবার ১৬৩ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হন। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সাজনের তথ্য মতে রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ২৪৮ জন। সুস্থ্য হয়েছেন, ২ হাজার ৮৩৬ জন ও মারা গেছেন ৫২ জন।