শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বিভিন্ন কারাগারে প্রায় ৪৮০০ ফিলিস্তিনি ব’ন্দি রয়েছে যাদের মধ্যে ৪১ জন নারী এবং ১৪০ জন শিশু রয়েছে। এসব ব’ন্দীরা ইসরাইলি অ’পরা’ধযজ্ঞের শি’কা’র। ফিলিস্তিনের ব’ন্দী বিষয়ক কমিটির প্রধান আব্দুন নাসের পারওয়ানে বলেছেন ১৯৬৭ সাল থেকে এ পর্যন্ত ২২২ জন ফিলিস্তিনি ব’ন্দী কারাগারে শাহাদাত বরণ করেছেন।
তাদের একেক জনের মৃত্যুর ধ’র’ন ছিল একেক রকম। অন্তত ৭৫ জন ব’ন্দী মানসিক ও শারিরিক নি’র্যা’তনের কারণে আত্মহ’ত্যা করতে বা’ধ্য হয়েছেন। ইসরাইলে নিরা’পত্তা বা’হি’নীর গু’লিতে আহ’ত হয়ে পরে হাসপাতালে ভর্তি হয়ে মা’রা গেছে সাতজন। এছাড়া ৬৭ জন রোগী ওষুধ ও চিকিৎসার অভাবে মা’রা গেছে। এছাড়া অক’থ্য নি’র্যা’তনের কারণে আর মা’রা গেছে আরো বহু ফিলিস্তিনি।