শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেক্স: আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমানবন্দরে গুলিতে ৫ জন নিহত হয়েছেন। বিমানবন্দরটির প্যাসেঞ্জার টার্মিনালে গুলিতে এই নিহতের ঘটনা ঘটে। সোমবার (১৬ আগস্ট) প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
তবে ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বিবিসি জানায়, কাবুল বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে সোমবার গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই পত্রিকায় বলা হয়েছে, ৩ জনের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।
তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা উল্লেখ করা হয়নি ওই সংবাদে।