শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
স্পোর্টস আপডেট ডেস্কঃ টাইগারদের শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় সাকিবের অপেক্ষার প্রহর বাড়ল। কোয়ারেন্টাইন সীমার বাড়াবাড়িতে শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় ব্যাগ পত্র গুছিয়ে আবারও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন সাকিব। আজ দিবাগত রাত ৩:৪৫ মিনিটে সাকিবের যুক্তরাষ্ট্রের ফ্লাইট।
যুক্তরাষ্ট্রে দুই কন্যাকে নিয়ে অবস্থান করছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। করোনাকালের শুরু থেকে সাকিব নিজেও ছিলেন যুক্তরাষ্ট্রেই। গত মার্চে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড সফর শেষ করে অল্প কিছুদিনের জন্য দেশে ফিরেছিলেন সাকিব। এরপর পরিবারের সঙ্গে থাকতে চলে যান যুক্তরাষ্ট্রে।
তবে ক্রিকেটে ফেরার তাড়া থেকেই সেপ্টেম্বরের ২ তারিখ দেশে ফিরে আসেন সাকিব। পরে ৫ সেপ্টেম্বর থেকে নিজ গরজে শুরু করেন ব্যক্তিগত অনুশীলন। যেখানে তার সহযোগিতায় ছিলেন বিকেএসপি জীবনে তার কাছের দুই কোচ ও গুরুতুল্য নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। কিন্তু শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় অনুশীলনে ইস্তফা দিয়ে আবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব।