বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মাদক মুক্ত পীরগঞ্জ গড়ার লক্ষ্যে চতরা খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে চতরা প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে চতরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম রুবেল। এতে চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চতরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান আলী প্রধান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক সভাপতি গোলাম হোসেন মন্ডল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এজেডএম সেকেন্দার আলী মন্ডল, সাপ্তাহিক সমকালীন বার্তার সম্পাদক গোলাম কবির বিলু। উক্ত খেলায় বন্ধু মহলকে পরাজিত করে চতরা খেলোয়ার কল্যাণ সমিতি ৩-০ গোলে বিজয়ী হন। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।