বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: মাদক মুক্ত পীরগঞ্জ গড়ার লক্ষ্যে বন্ধু কল্যাণ সমিতির আয়োজনে ২য় বারের মতো ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে স্থানীয় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত খেলাটির উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম রুবেল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন, আমন্ত্রিত অতিথি বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, সাপ্তাহিক সমকালীন বার্তার সম্পাদক গোলাম কবির বিলু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডল, দৈনিক আলোর সংবাদ ডটকম পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল করিম সরকার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মেরাজুল, সাবেক ছাত্রনেতা হাফিজ আব্দুর নূর সোহেল, সাংবাদিক লুৎফর রহমান মন্ডল। পীরগঞ্জ ফুটবল একাডেমিক প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদুল ইসলাম সোহেল, বন্ধু কল্যাণ সমিতির আহবায়ক মমিনুল ইসলাম বিধান, সদস্য মেহেদী হাসান বিশাল, স্বর্ণ, তানভির, রাহিদ, বরাত। উক্ত খেলায় সু-প্রভাত ফুটবল কাবকে ০-১ গোলে পীরগঞ্জ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হন।