শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক::::
বছর দশেক ধরে দুই বাংলার দর্শকদের কাছে জনপ্রিয় জি বাংলা’র কমেডি শো ‘মীরাক্কেল’। সঞ্চালক মীর আফসার আলির উপস্থাপনার সাথে সাথে তিন বিচারক পরাণ বন্দোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্র যেন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ছিলেন শো’টির সাথে।
এই জনপ্রিয় কমেডি শো’টির বিচারকের আসনে আর দেখা যাবে না অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। তাকে আগামী আসর থেকে বাদ দেয়া হয়েছে।
গত ২৪ আগস্ট, সোমবার নিজের দেয়া ফেসবুক পোস্টে দুঃখপ্রকাশ করে এমন সংবাদ জানান শ্রীলেখা মিত্র নিজেই। তবে ওই পোস্টে শো’র নাম উল্লেখ না করলেও যেহেতু তিনি ‘কমেডি শো’র কথা উল্লেখ করেছেন, তাতেই সকলে বুঝে নিয়েছেন— মীরাক্কেল’র সাথে এই অভিনেত্রীর সম্পর্ক শেষ হয়েছে।
তবে ঠিক কি কারণে তিনি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের এই খ্যাতনামা কমেডি শো থেকে বাদ পড়েছেন তা জান যায়নি। তবে শ্রীলেখা কিছুটা ইঙ্গিত দিয়েছেন ফেসবুক পোস্টে।
এতে তিনি লিখেন, ‘আমাকে ছাড়াই জনপ্রিয় কমেডি শো শুরু হতে চলেছে। এভাবেই বোধ হয় সত্যি কথা বলার দাম চোকাতে হল!…’
‘মীরাক্কেল’কে নিজের জন্য ‘ভীষণ ইমোশনাল একটা জার্নি’ হিসেবেও উল্লেখ করেন এই অভিনেত্রী।
দুঃখপ্রকাশ করে শ্রীলেখা বলেন, ‘দীর্ঘ কয়েক বছর ধরেই এই শোয়ের অংশ ছিলাম আমি। খুব খারাপ লাগল যে, টিমের কেউই আমাকে জানালেন না বিষয়টা। আমি আনঅফিশিয়ালি লোকমুখে শুনলাম। কষ্ট হচ্ছে। এই কমেডি শো নিশ্চয় চলবে, কিন্তু আমি নিজেকে গুটিয়ে নিয়েছি।’
তবে এক দশক ধরে যিনি ছিলেন ‘মীরাক্কেল‘র বিচারকের আসনে— সেই শ্রীলেখার বাদ পড়ায় তার ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন শ্রীলেখা মিত্রকে ছাড়া এবারের ‘মীরাক্কেল’ একদমই ‘শ্রীহীন’ হয়ে পড়বে!
এই শো’তে কে শ্রীলেখা মিত্র’র স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন এ বিষয়ে এখনো কিছু জানায়নি জি বাংলা। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তার বদলে বিচারকের আসনে এবার স্বস্তিকা মুখোপাধ্যায়, নুসরাত জাহান অথবা পাওলি দাম— এ তিনজনের কাউকেই দেখা যাবে।