শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: করোনা প্রতিরোধে মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞগণ। এই মানসিক শক্তির যোগানটা আসে মানসিক প্রশান্তি থেকে। আর মানসিক প্রশান্তির খোরাক হচ্ছে বিনোদন। বিনোদনের একটা বড় ধরনের অংশ হচ্ছে ফুটবল খেলা। করোনা প্রতিরোধ যুদ্ধের অদম্য মানবিক যোদ্ধা এবং পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম রুবেল এটা ঠিকই অনুভব করেছেন। তিনি জানেন- ক্রীডাই শক্তি ক্রীড়াই বল, এরই নাম ফুটবল। তাই আজ বৃহস্পতিবার বিকালে দৈনিক আলোর সংবাদ ডট কম পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদের পীরগঞ্জ প্রতিনিধি আব্দুল করিম সরকার নিজ এলাকা আরাজী গঙ্গারামপুর ফুটবল প্রেমী যুবক ভাইদের মাঝে ২ সেট জার্সি এবং ফুটবল বিতরণ করেছেন সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম রুবেল। এই সব ক্রীড়া সামগ্রী পেয়ে ফুটবল প্রেমী যুবকরা আনন্দিত। সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন রুবেলের প্রতিনিধি সাবেক ছাত্রনেতা হাফিজ আব্দুন-নুর-সোহেল, পীরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাহেব আলী, সাংবাদিক সৈয়দ রায়হান বিপ্লব, সাবেক ছাত্রলীগ নেতা আবুলাহীল মমিন আরাফাত দুখু ফারাজী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলতাব হোসেনসহ আরও অনেকে।