শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক- ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
জানা গেছে, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। শুধু তাই নয়, তার ক্যান্সারটি তৃতীয় ধাপে (থার্ড স্টেজ) রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
দেশটির কয়েকটি গণমাধ্যম জানায়, সঞ্জয় দত্তের শারীরিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসা নিতে খুব দ্রুতই তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হবে।
এর আগে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত সোমবার (১০ আগস্ট) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শনিবার (৮ আগস্ট) বিকেলে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
শ্বাসকষ্টের ফলে তার কোভিড-১৯ টেস্ট করা হয়। তার রিপোর্ট অবশ্য নেগেটিভ আসে।