বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
বিনোদন ডেক্স: করোনার প্রকোপে দীর্ঘ দিন বন্ধ ছিল টিভি সিরিয়াল গুলো। টিভি সিরিয়াল প্রেমীরা অধীর অপেক্ষায় ছিল, যে কবে তাদের প্রিয় তারকাদের মুখ দেখতে পারবে। এখন টিভি সিরিয়ালগুলো পুনরায় চালু হলেও তারকাদের মুখ মাস্ক দিয়ে ঢাকা, যা দর্শকরা কখনা ভাবতেই পারেনি।
টিভি রাইটার শারদ ত্রিপাঠি এক সাক্ষাৎকারে জানান, সিরিয়ালের নির্মাতাদেরকে বলা হয়েছে সিরিয়ালের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে। পুরো বিশ্বের মানুষ এসব সিরিয়াল দেখে। তাই নাটকের গল্পেও ঢুকে গেছে মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস, ফেস শিল্ডের মতো সুরক্ষার সরঞ্জাম।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এর একটি দৃশ্য ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে নাইরা এবং সীতা চরিত্র দুটি মাস্ক পরে কথাবার্তা বলছেন। একই এপিসোডের আরেকটি দৃশ্যে দেখা গেছে কার্তিক চরিত্রটি তার স্ত্রী হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলছেন এবং গ্লাভস ও ফেস শিল্ড ব্যবহার করতে সাহায্য করছেন।
কমবেশি সব সিরিয়ালেই এখনমাস্ক পরে কথাবার্তা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ নানা সাস্থ্য বিধি দেখানো হচ্ছে। ঘটনা সাজানো হচ্ছে বর্তমান পরিস্থিতি অবলম্বনে। এসএবি টিভির ‘তেরা কেয়া হোগা আলিয়া’ সিরিয়ালে দেখা গেছে আলিয়া এবং রাবিয়া ভোরবেলা জগিং করছেন। ব্যায়াম করার সময় বেস্ট ফ্রেন্ডকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আলিয়া। মাস্ক পরার প্রয়োজনীয়তার কথাও বলতে দেখা গেছে তাকে।
গত সপ্তাহে ‘শক্তি অস্তিত্ব কে এহসাস কি’ সিরিয়ালে দেখা গেছে প্রীত চরিত্রটি বাড়িতে আসা অতিথির হাতে স্যানিটাইজারের বোতল ধরিয়ে দেন। অন্য চরিত্রদেরও স্কার্ফে নাক ঢেকে রাখতে দেখা গেছে।
নির্মাতারা জানিয়েছেন, সিরিয়ালের মাধ্যমে সচেতনতা বাড়ানোর এই প্রয়াস খুবই জরুরি। তবে তাদের মতে এতে দর্শকের বিনোদনে কোনো ঘাটতি হবে না।