শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ৮৩৬ পিচ ইয়াবাসহ মাদক স¤্রাট আজিজ মহাজন ও তার দম্পত্তিকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায় গতকাল বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জর অফিসার ইনচার্জ সরেস চন্দ্রের নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক অপারেশন মাহবুবুর রহমানসহ এস আই/জামিউল, এস আই/সুশীল,এএসআই/নূর আলম সিদ্দিকী ও সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযানের মাধ্যম মিঠিপুর ইউনিয়নের গবরা কুতুবপুর গ্রামের মৃত: মহির উদ্দিনের পুত্র মাদক স¤্রাট আব্দুল আজিজ (৫৩) ওরফে আজিজ মহাজন ও তার সহযোগী ২য় স্ত্রী নাসিমা (৩২)। গ্রেফতারের সময় ৮৩৬ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রয় এর নগদ ১ লক্ষ টাকা উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। এদিকে গ্রেফতারকৃতদেরকে রংপুর জেল হাজতে প্রেরণ করেছে পীরগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান আজিজ মহাজের নামের একাধিক মামলা ও বর্তমানে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।