দাখিলকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ১। আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, মোকারম হোসেন চৌধুরী জাহাঙ্গীর, মোদাব্বেরুল ইসলাম সাজু ও নুরে আলম মিয়া। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, শফিউর রহমান মন্ডল, আবু আজাদ মিয়া, মোনায়েম সরকার, সাগর মিয়া ও সালমান সিরাজ । মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, রওশন আরা বেগম, শিরিনা খাতুন ও সেলিনা আক্তার। উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী বাংলাদেশ নির্বাচন কমিশন এর ওয়েবসাইটে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থীদের অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন।