শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ পূর্বাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ৫ গ্রাম হেরোইন ১’শ গ্রাম গাঁজা, ১টি মোটর সাইকেল ও নগদ অর্থসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। গতকাল দিবাগত রাত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম এর দিক নির্দেশনায় ও প্রত্যক্ষ সহযোগীতায় এসআই (নিঃ) লোকেশ চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কুমেদপুর ইউনিয়নে বড় রসুলপুর গ্রামের জনৈক আজাহার আলীর বাড়ী সামনে চেকপোষ্ট বসিয়ে পূর্ব দিক থেকে আসা ১টি মটর সাইকেল থামানোর চেষ্টা করলে উক্ত মটর সাইকেলে থাকা ৩ জন ব্যক্তি মোটর সাইকেল নিয়ে পালানোর সময় হাতে নাতে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলেন- ভেন্ডাবাড়ী গ্রামের মৃত: নছির উদ্দিনের পুত্র হাফিজার রহমান (৪৫), প্রাণন্নাথপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের পুত্র এরশাদুল সরকার, মিঠাপুকুর উপজেলার সুলন্দা গ্রামের সুলতান মিয়ার পুত্র সাইদুর রহমানকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা ৫ গ্রাম হিরোইন, ১’শ গ্রাম শুকনা গাঁজা, ১টি লাল রঙ্গের ডিসকর্ভার (১৩৫ সিসি) মোটর সাইকেলসহ নগদ ১ লক্ষ ৫৪ হাজার টাকা জব্দ করা হয়। এদিকে সোমবার তাদেরকে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, কাঠ ব্যবসার আড়ালে আসামীগণ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।