বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ফিলিস্তানি মজলুম মুসলমানদের উপর ইসরাইলি ইহুদীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে রংপুরের পীরগঞ্জে ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ তৌহিদী মুসলিম জনতা বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন। শনিবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদের সামনে শেষ হয়। সমাবেশে ফিলিস্তানের মুসলমানদের উপর ইজরাইলি ইহুদীদের হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন পীরগঞ্জ ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি পীরগঞ্জ জামতলা উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ফারাজী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরে আলম মিয়া যাদু, আরিফুল কওমী মাদ্রাসার মোহতামিম মাওলানা আলমগীর হোসেন, পীরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মর্তুজা খান, ওলামা মাশায়েখ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, মাদারগঞ্জ মাদ্রাসার মোহতামিম মাওলানা রেজাউল করিম, মাহমুদাতুন নিসা মহিলা ও দারুল কুরআন ছওতুল হেরা মাদরাসার আরাজী গঙ্গারামপুর মোহতামিম হাফেজ মওলানা আবু সুফিয়ান প্রমুখ। বক্তারা ইসরাইল কর্তৃক ফিলিস্তানিদের উপর যে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালানোর তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধে বিশ^বাসীকে এগিয়ে আসার আহবান জানান। এ সময় ফিলিস্তানি ও জাতীয় পতাকা প্রদর্শন করেন। শেষে ফিলিস্তানি নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।