বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদে মাদক, জুয়া বিরোধী সমাবেশ ও বিশেষ সম্মাননা প্রদান উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতেয় উপজেলার পাঁচগাছী ইউনিয়ন যুব সমাজের আয়োজনে ইউপি চেয়ারম্যান বাবলু মিয়ার সভাপতিত্বে ও সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পীরগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল কবির প্রধান, সাংবাদিক শাহ্ রেজাউল করিম, আব্দুল করিম সরকার ও এসোগড়ি সমাজ বহুমূখী সমবায় সমিতির সভাপতি মেহেদুল ইসলাম মিদুল প্রমুখ। এ সময় বস্তায় আদা চাষের জন্য কৃষক রফিকুল ইসলাম, ফ্রিল্যান্সিংয়ে তরিকুল ইসলাম তুষার, সম্মানায় সাংবাদিকতায় সুলতান আহমেদ সোনা, সমাজ সেবায় সেবা ফাউন্ডেশন, মাদক নির্মুলে বিশেষ অবদান রাখায় পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানটি হাজারো দর্শক উপভোগ করেন।