বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে আনসার ও ভিডিপি অস্ত্র বিহীন ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ প্রথম ধাপ (পুরুষ ও মহিলা) অংশ গ্রহণ করেন। বৃহস্পতিবার সকালে ৬৪ জনের প্রশিক্ষণ উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় । জানা গেছে, গত ২০ আগস্ট ওই প্রশিক্ষণ উদ্ভোধন হয়ে ৩১ আগস্ট সমাপ্তহয়। সমাপনী অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খাদিজা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম আনোয়ার, ভেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলাম মন্ডল প্রমুখ । সমাপনী অনুষ্ঠানের বক্তারা প্রশিক্ষণার্থীদের বলেন, উক্ত প্রশিক্ষণ গ্রহণ করে এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিজেদের জীবনমান উন্নয়নে শিক্ষা লাভ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ মাদক ও বাল্য বিবাহ বন্ধ করতে সহায়তা এবং আনসার ও ভিডিপি সদস্য ও জনগণের সাথে সু-সম্পর্ক রাখার পরামর্শ দেন। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।