বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ১ দিন ব্যাপি বার্ষিক কর্ম পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চতরা ইউনিয়নের গারোপাড়া মিশন স্কুল মাঠে বৃহস্পতিবার দিন ব্যাপি ওই সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি ম্যানেজার ডায়মন্ড জেসপার ঘাগরার সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ের সৈয়দ মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সামছুদ্দোহা, চতরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আখতারুজ্জামান খোকন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তাজুল ইসলাম। এছাড়াও উপজেলা ভিত্তিক গ্রাম উন্নয়ন কমিটি, সরকারী, এনজিও, ধর্মীও নেতৃবৃন্দ ও শিশু ফোরামের প্রতিনিধিদের অংশগ্রহণ করেন। এ সংস্থা থেকে উপজেলায় বিভিন্ন গ্রাম উন্নয়ন কমিটির সদস্য সুফল উপকারভোগী সদস্যসহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ সেখানে প্রান্তিক অবস্থান থেকে সাবলম্বী হওয়ার গল্প তুলে ধরেন। এ পর্যন্ত ওয়ার্ল্ড ভিশন পীরগঞ্জ উপজেলা থেকে মোট ৬২০টি দারিদ্র পরিবারকে সহায়তা করেছে।