বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:০০ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ধর্ষণের ঘটনাটি মিমাংসা করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে আদিবাসী নেতা আগষ্টিন ও চতরা ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য আছমা বেগমের বিরুদ্ধে। জানা গেছে, বড় আলমপুর ইউনিয়নের ঐতিহাসিক হরিণ সিং দিঘী গুচ্ছ গ্রামের বাসিন্দা স্বিন্ধা রানী (ছদ্ধনাম) চতরা ইউনিয়নের মায়াগাড়ী গ্রামের আবুল মন্ডলের পুত্র লম্পট মিজানুর রহমান ১০/১১ দিন পূর্বে বর্ণিত হরিণ সিং পুকুর পাড়ে ঝোপ-ঝাড়ের আড়ালে ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ধর্ষিতা। অভিযোগের ভিত্তিতে এসআই মাহবুব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে মামলা দায়েরের পরামর্শ প্রদান করেন। বুধবার দুপুর ১টা থেকে টানা তিন ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকে আদিবাসী নেতা আগষ্টিন ও চতরা ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য আছমা বেগম অভিযোগকারীর নিকট থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ধর্ষণের ঘটনাটি মীমাংসা করেছেন। অভিযুক্ত ইউপি সদস্য আছমা বেগম জানান, বিষয়টি গ্রামবাসীসহ অভিযোগকারীকে বিয়ে করবেন বলে আপোষের ভিত্তিতে স্বাক্ষর হয়েছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম আনোয়ার জানান, থানায় অভিযোগ হয়েছে, বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট বীট কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। তবে আপোষের বিষয়টি জানি না।