বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার বেলা ১২টার দিকে উপজেলার ১৩নং রামনাথপুর ইউনিয়নস্থ রংপুর-ঢাকা মহাসড়কের বোডের ঘর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রামনাথপুর ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামের মাও: আজিজুল ইসলামের পুত্র আলামিন মিয়া (৪৫) এবং তার ছেলে মাইন (০৪)। এ দূর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এনা পরিবহন ঢাকা মেট্রো ব-১৪-৭৮৯৪ ও আসা যাত্রীবাহী লালমনিরহাট গ্রামী অনিন্দ্য পরিবহন রংপুর-ব-১১-০০৪২ বর্ণিত ঘটনাস্থলে পৌছিলে রাস্তার পূর্ব পাশে বাসে থাকা যাত্রীসহ খাদে পড়ে যায়। অনিন্দ্য পরিবহন রাস্তার উপর যাত্রীসহ দাড়িয়ে থাকে। আহতরা হলেন- নিহত পীরগঞ্জের আলামিন মিয়ার স্ত্রী মিতালী বেগম, কুড়িগ্রাম জেলার উলিপুর দক্ষিণ গজারিয়া গ্রামের মৃত: সিরাজুল ইসলামের পুত্র আরাফাত মিয়া (৩০), কুড়িগ্রাম জেলার পলাশবাড়ী গ্রামের সোহেল আলী পুত্র আখলাসুছুর রহমান (৪৫), আবিদ মিয়া, রাজারহাট থানার মাঝিপাড়া গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী জয়নাবা বেগম (৪০), পূর্বচান্দা মাঝিপাড়া গ্রামের আজাহার আলীর পুত্র আঃ রহিম (৬১), আজাহার আলীর স্ত্রী বুলবুলি বেগম (৪৫), কাউনিয়া থানার সাদুর গ্রামের মোজাম্মেল হকের পুত্র মশিউর রহমান (২৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ গ্রামের আব্দুল করিম মিয়ার পুত্র আনোয়ার হোসেন (৪০) সহ কমপক্ষে ৩০ জন আহত যাত্রীদেরকে গুরুতর অবস্থায় মিঠাপুকুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে বড়দরগাহ হাইওয়ে থানার ওসি মজিবুর রহমান জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এনা পরিবহনের সাথে বিপরীত থেকে আসা অনিন্দ্য পরিবহনের মুখোমুখী সংঘর্ষ। এ সময় একটি ট্রাক সাইট নিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করি।