বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে শহিদা বেগম নামের (৭০) বৃদ্ধা কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। ঘটনাটি মঙ্গলবার উপজেলার কুমেদপুর ইউনিয়নে বগেরবাড়ী গ্রামে ঘটেছে। পুলিশ জানায়, বগেরবাড়ী গ্রামের আবু তালেব মিয়ার স্ত্রী শহিদা বেগম দীর্ঘদিন যাবত অসুস্থ্যতায় ভুগছিলেন। গত সোমবার রাতে তিনি সবার অজান্তে কীটনাশক পান করলে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শহিদা বেগমকে দেখে মৃত বলে জানান। এ দিকে পরিবারের কোন আপত্তি না থাকায় মঙ্গলবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।