বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রংপুর বিভাগীয় কমিশনারের অফিস সহায়ক (সাময়িক বরখাস্তকৃত) জেনারুল হক পিনুকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৯ জুন) রাতে ঢাকা থেকে র্যাব-৩ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জেনারুল হক পিনু উপজেলার ৯নং পীরগঞ্জ ইউনিয়নের চককরিম গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে পীরগঞ্জের ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, জেনারুল হক পিনুর নামে ১১টি ওয়ারেন্ট এবং একটি মামলার রায় ছিল। তিনি পীরগঞ্জ উপজেলায় প্রায় ১ হাজার মানুষের কাছে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। র্যাব-৩ এর সহযোগীতায় শুক্রবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে শনিবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বলেন, আগের বিভাগীয় কমিশনারের সময় অফিস সহায়ক জেনারুল হক পিনুর নামে প্রতারণার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার ব্যাপারে তদন্ত চলমান। চূড়ান্ত প্রতিবেদন পেলে আইনীভাবে চাকরিচুত্যসহ অন্যান্য শাস্তির জন্য সুপারিশ করা হবে। বরখাস্ত অফিস সহায়ক পিনু এখন আর বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত নেই।