বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে পূর্ব শত্রæতার জেরে ধনশালা দক্ষিণপাড়ার টিটু নামের এক মুদি ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, তিনি পীরগঞ্জ পৌরসভার গাড়াবেড় গ্রামের বাদশা মিয়ার পুত্র টিটু মিয়া। অভিযোগের বিবরণে টিটু মিয়া ধনশালা দক্ষিণপাড়া গ্রামে গালামালের ব্যবসা করে আসছে। শনিবার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পায়ে হেটে পীরগঞ্জ বন্দরে রওনা দেয়। ওই দিন রাত অনুমান ৯ ঘটিকার সময় ধনশালা গ্রামস্থ জনৈক্য মিল্লাত জাহানের গোডাউনের ১’শ গত উত্তরে চতরাহাট-পীরগঞ্জগ্রামী রাস্তার উপর পৌছামাত্র আগে থেকে ওৎ পেতে থাকা ধনশালা গ্রামের রঞ্জু মিয়ার পুত্র বিকসা ও আকাশ মিয়া, মৃতঃ বেলাল মিয়ার পুত্র সিফাত মিয়া, এলোপাতারী ভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে যায়। এদিকে তার পকেটে থাকা ৫০ হাজার ৬’শ ৬০ টাকা ছিনতাই করে নিয়েছে মর্মে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অপরদিকে, আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করান টিটু মিয়াকে। অভিযুক্ত বিকসা মিয়া জানান, তার সাথে সামান্য বিষয় নিয়ে বাগবিতন্ডা হলে উভয়ের মধ্যে হাতা-হাতি হয়। তবে পকেট থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে। এ ঘটনায় টিটু মিয়ার পিতা বাদশা মিয়া ৩ জনকে আসামী করে থানায় অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই বিধান চন্দ্র জানান, অভিযোগ হয়েছে বিষয়টি তদন্ত করে মামলা হবে।