বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে কাবিলপুর ইউনিয়নের মামুনপুর গ্রামের প্রতিবন্ধী আঃ সামাদ মিয়াসহ ৪টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তায় ইটের প্রাচীর দিয়ে অবরুদ্ধ করে রেখেছে প্রতিপক্ষরা। সরেজমিনে গিয়ে, দেখা গেছে মৃত: মফিজ উদ্দিনের পুত্র প্রতিবন্ধী আঃ সামাদ, আঃ ছালাম, আঃ জলিল, আঃ কাদের সাথে একই গ্রামের মৃত: মোহাম্মদ আলীর পুত্র সেলিম মিয়া, লোকমান, আজমপুর গ্রামের কছিম উদ্দিনের পুত্র শহিদুল, ইয়াকুব আলীর পুত্র আঃ জলিল, ইমান মিয়ার পুত্র ফজলুল মিয়াগংদের সাথে জমি-জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মনোমালিন্য চলে আসছিলো। এ কারণে ১ মে সোমবার প্রতিপক্ষ সেলিমরা যাতায়াতের রাস্তায় ইটের প্রাচীর দিয়ে টিনের ঘর দিয়ে জায়গা বন্ধ করে দিয়েছেন। পরিবার ৪টি বর্তমানে প্রাচীর টপকিয়ে এমনকি গরু ছাগল নিয়ে বের হওয়ার কোন উপায় নেই তাদের। ভুক্তভোগী অবরুদ্ধ পরিবারের কর্তা প্রতিবন্ধী আঃ সামাদ মিয়া বলেন, প্রাচীর দেওয়ার কারণে আমরা গরু ছাগল এবং ক্ষেতের ধান নিয়ে আসার কোন উপায় নেই। এ ব্যাপারে কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, তাদের মধ্যে জমি নিয়ে বিরোধের কারণে তারা যাতায়াতের রাস্তায় প্রাচীর নির্মাণ করেছে। এ ঘটনায় ওইদিন দুপুরে পীরগঞ্জ থানার এসআই নুর আলম মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।